ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

৪০০ যাত্রী নিয়ে উড্ডয়নের পরই উড়োজাহাজে আগুন

২০২৪ জুন ০৯ ১০:৪২:০৯
৪০০ যাত্রী নিয়ে উড্ডয়নের পরই উড়োজাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : এয়ার কানাডার একটি ফ্লাইটে উড্ডয়নের পরপরই আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে পাইলটের বুদ্ধিমত্তায় দ্রুত উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করা সম্ভব হয়। শেষ খবর পাওয়া খবর পর্যন্ত এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর ইন্ডিয়া টুডের

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার কানাডার টরোন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ওই সময় বোয়িংয়ের ৭৭৭ উড়োজাহাজে ৩৮৯ জন যাত্রী ছিলেন, ক্রু ছিলেন ১৩ জন।

এ ঘটনার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আগুন ধরে যাওয়ার পর ক্রুদের মধ্যে দ্রুতই যোগাযোগ হয়। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টুইট করে এয়ার কানাডা। তারা বলছে, সম্প্রেসারের কারণে এমন হয়ে থাকতে পারে।

গত জানুয়ারিতে একটি ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজের দরজায় বিস্ফোরণের পর থেকে বেশ চাপে আছে বোয়িং। অনেক দেশই তাদের থেকে মুখ ফেরাতে চাইছে। এর মধ্যে আবারও তাদের আরেকটি উড়োজাহাজে আগুনের ঘটনা ঘটল।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে