ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

কুয়েতে ২৩ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ

২০২৪ জুন ০৯ ০৯:১৪:০৭
কুয়েতে ২৩ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় প্রায় ২৩ হাজার নকল জমজমের পানির বোতল জব্দ করেছে। বাজার ও গুদামে অভিযান চালিয়ে এসব বোতল উদ্ধার করা হয়েছে।

দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, ভোক্তাদের নিরাপত্তা ও বাজার থেকে নকল পণ্য অপসারণের উদ্দেশ্যেই অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ‘হাওয়ালি পরিদর্শন ইউনিট’ নিয়মিতভাবে বাজারের বিভিন্ন দোকান ও গুদামে তল্লাশি চালায়। সম্প্রতি নিয়মিত তল্লাশির সময় নকল জমজমের পানির্ভতি ২০০ মিলিলিটারের বোতল খুঁজে পান পরিদর্শন ইউনিটের সদস্যরা। সব মিলিয়ে তাঁরা ২৩ হাজার বোতল উদ্ধার করেন।

সারা বিশ্বের মুসলিমদের কাছে জমজমের পানি অত্যন্ত মর্যাদাপূর্ণ। বিশেষ করে হজের মৌসুমে জমজমের পানির চাহিদা বেড়ে যায়। এই সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী সাধারণ পানিকে জমজমের পানি বলে বিক্রি করতে শুরু করে।

দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যাঁরা এসব অসাধু ব্যবসায়ের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে