ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

‘পুতিন এই যুদ্ধে থামবেন না’

২০২৪ জুন ০৯ ০৯:০৪:০৫
‘পুতিন এই যুদ্ধে থামবেন না’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে চলা যুদ্ধে ফের ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে থামবেন না।

শনিবার (০৮ জুন) ফ্রান্সের প্যারিসে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এসব কথা বলেন।

তিনি বলেন, পুতিন ইউক্রেন যুদ্ধে থামবে না। পুরো ইউরোপই হুমকির সম্মুখীন হবে। আমরা এমনটি হতে দেব না।

এর আগে, শুক্রবার প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন ও মাখোঁ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে ডি-ডে বার্ষিকী উদযাপনের জন্য গত বুধবার ফ্রান্স যান বাইডেন। চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করবেন বাইডেন।

এরইমধ্যে আন্তর্জাতিক সামরিক জোট ন্যাটোর প্রতি অনীহা প্রকাশ করেছেন ট্রাম্প।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে