ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

পদত্যাগ করবেন ইসরায়েলের যুদ্ধকালীন সরকারের মন্ত্রী

২০২৪ জুন ০৮ ১৭:২৪:১০
পদত্যাগ করবেন ইসরায়েলের যুদ্ধকালীন সরকারের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের যুদ্ধকালীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ পদত্যাগ করবেন। জানা গেছে, শনিবার (০৮ জুন) এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত মে মাসে গ্যান্টজ রক্ষণশীল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি ডেডলাইন দেন, যা ছিল ৮ জুন। এ সময়ের মধ্যে গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা করার কথা জানান তিনি। নতুন পরিকল্পনা জানাতে ব্যর্থ হলে গ্যান্টজ পদত্যাগের কথা জানান।

গ্যান্টজ কখন ভাষণ দেবেন সে বিষয়ে এখনও কোনো তথ্য জানাননি তার মুখপাত্র। তবে, ইসরায়েলের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গ্যান্টজ পদত্যাগ করবেন।

সংবাদমাধ্যমটি বলছে, প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের কারণে নেতানিয়াহুর জোট সরকার এখনি কোনো হুমকিতে পড়বে না। নেসেটের ১২০ আসনের মধ্যে ৬৪টি আসন নিয়ে ক্ষমতায় রয়েছে নেতানিয়াহু সরকার।

গ্যান্টজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ। এমনকি, তিনি গত বছর যুদ্ধকালীন সরকারে অংশ নেওয়ার আগে দেশটিতে অন্যতম প্রধান বিরোধী নেতা হিসেবে পরিচিত ছিলেন। গ্যান্টজ ও তার দলের সমর্থন হারালে আরও চাপে পড়বে নেতানিয়াহু।

এতে করে নেতানিয়াহুকে কট্টরপন্থী দলগুলোর সমর্থনের ওপর আরও বেশি নির্ভর হয়ে যাবে। আর কট্টরপন্থী দলগুলোর ওপর তেমন খুশি নয় ইসরায়েলের পুরোনো মিত্র যুক্তরাষ্ট্র।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে