ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

আনার হত্যা: নেপালে থাকা সিয়াম গ্রেফতার, ১৪ দিনের রিমান্ডে

২০২৪ জুন ০৮ ১৭:১৪:০৩
আনার হত্যা: নেপালে থাকা সিয়াম গ্রেফতার, ১৪ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত আদালত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আন্না হত্যা মামলায় গ্রেফতার সিয়াম হোসেনকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এই সংসদ সদস্যকে হত্যার ঘটনায় ভারতীয় পুলিশের অনুরোধে সিয়ামকে নেপালের পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে কলকাতা গোয়েন্দা পুলিশ (সিআইডি) হেফাজতে নেয়।

এই হত্যাকাণ্ড তদন্তে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযান চালানোর উদ্দেশ্যে সিয়াম হোসেনের রিমান্ড চায় সিআইডি। পরে শুনানি নিয়ে আদালত রিমান্ড মঞ্জুর করে।

এর আগে দুপুর দেড়টায় আদালতে হাজির করা হয় এমপি আনার হত্যা মামলার দ্বিতীয় আসামি সিয়ামকে।

সিয়াম হোসেনের বাড়ি বাংলাদেশের ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। এমপি আনার খুনের ঘটনার পর সে নেপালের কাঠমান্ডুতে আত্মগোপন করে।

বাংলাদেশের গোয়েন্দা পুলিশের দেয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের সিআইডি ও নিউটাউন থানার পুলিশ স্পেশাল টাক্সফোর্সের নেতৃত্বে সিয়ামকে নেপাল থেকে গ্রেফতার কলকাতায় করে নিয়ে আসে।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হারুন অর রশিদ আজ দুপুরে এক ব্রিফিংয়ে বলেন, এমপি আনারের লাশ গুমের সঙ্গে সিয়াম হোসেনও জড়িত। আর হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে দেশে আনার চেষ্টা চলছে।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে