ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বিজেপির মানহানির মামলায় জামিন পেলেন রাহুল

২০২৪ জুন ০৮ ১৫:৫৫:৪১
বিজেপির মানহানির মামলায় জামিন পেলেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক বিজেপির করা মানহানির মামলায় জামিন পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার (০৭ জুন) তাকে জামিন দিয়েছেন বেঙ্গালুরুর একটি আদালত।

আদালতের রায় ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন রাহুল। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত বছর কর্নাটকে বিধানসভা ভোটের আগে কংগ্রেস থেকে পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞাপনে অভিযোগ করা হয়, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত কর্ণাটকের বিজেপি সরকার ‘বড় মাত্রা’র দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল।

ওই বিজ্ঞাপন প্রকাশের ঘটনায় কংগ্রেস নেতা ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন বিজেপির এমপি এস কেশব প্রসাদ।

এস কে কেশব প্রসাদ দাবি করেছিলেন যে কংগ্রেসের বিজ্ঞাপনের কারণে কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাইয়ের মানহানি হয়েছিল।

এ মামলায় গত ১ জুন জামিন পান কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী শিবকুমার।

লোকসভায় দ্বিতীয় সর্বোচ্চ আসনের মর্যাদা পেয়েছে কংগ্রেস। সংসদে বিরোধী দলের নেতা হতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমন পরিস্থিতিতে আরেকটা স্বস্তি পেলেন রাহুল গান্ধী।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে