ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

৫ দিনে নায়ডুর স্ত্রী-পুত্রের শেয়ারের দাম বেড়েছে হাজার কোটি টাকা

২০২৪ জুন ০৮ ০৫:৩১:৩৫
৫ দিনে নায়ডুর স্ত্রী-পুত্রের শেয়ারের দাম বেড়েছে হাজার কোটি টাকা

ডেস্ক রিপোর্ট : চন্দ্রবাবু নায়ডুর টিডিপি (তেলুগু দেশম পার্টি) ভারেতর লোকসভা এবং অন্ধ্র প্রদেশ বিধানসভায় ভাল ফলাফল করেছে। এতে এনডিএ জোটের শরীক হিসেবে কেন্দ্রীয় সরকারে মন্ত্রীত্ব পেতে পারেন দলটির তিন/চর জন নেতা। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে মূখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন খোদ চন্দ্রবাবু নায়ডু।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তাতে নায়ডুর মালিকানাধীন হেরিটেজ ফুডস নামের কোম্পানির শেয়ারে যেন আগুন লেগেছে। মাত্র ৫ দিনে কোম্পানিটির শেয়ারের দাম ৫৫ শতাংশ বেড়ে গেছে।

হঠাৎ নির্বাচনী পরশ পাথরের ছোঁয়ায় চন্দ্রবাবু নায়ডুর স্ত্রী-পুত্রের ভাগ্যও অনেকটা বদলে গেছে। হেরিটেজ ফুডসের শেয়ারের মূল্য বাড়ায় তাদের সম্পদের মূল্য ৮১৬ কোটি রূপি বেড়ে গেছে, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ১৫০ কোটি টাকা।

এর আগে গত ৪ জুন, মঙ্গলবার ভারতের লোকসভা ও অন্ধ্র প্রদেশের বিধানসভায় ভোটের ফল ঘোষণা হয়েছে। তার আগের দিন, ৩ জুন, হেরিটেজ ফুডসের শেয়ারের দাম ছিল ৪২৪ টাকা। আর শুক্রবার এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ৬৬১.২৫ টাকা। তাতে নায়ডুর স্ত্রী ভুবনেশ্বরীর সম্পত্তির পরিমাণ হয়েছে ৫৭৯ কোটি টাকা। ভুবনেশ্বরী ওই সংস্থার অন্যতম কর্তা। এই সময়ে নায়ডুর ছেলের লাভ হয়েছে ২৩৭ কোটি

চন্দ্রবাবু নায়ডু ১৯৯২ সালে এই সংস্থা তৈরি করেছিলেন। সংস্থার ওয়েবসাইটে লেখা রয়েছে, ‘ভারতে যে সব সংস্থার দ্রুত বৃদ্ধি হচ্ছে, তাদের মধ্যে অন্যতম।’

দু’ধরনের ব্যবসা রয়েছে সংস্থাটির, দুধ এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তির। এখন এই সংস্থা অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কেরল, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা, এনসিআর দিল্লি, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে দুধ এবং দুগ্ধজাত জিনিস বিক্রি করে।

বোম্বে স্টক এক্সেচেঞ্জের (বিএসই) পরিসংখ্যান বলছে, হেরিটেজ ফুডস সংস্থায় সব থেকে বেশি শেয়ার রয়েছে ভুবনেশ্বরীর। দু’কোটি ২৬ লক্ষ ১১ হাজার ৫২৫ টাকার শেয়ার রয়েছে তাঁর।

এই কোম্পানির ১ কোটি ৩৭ হাজার ৪৫৩ শেয়ারের মালিক চন্দ্রবাবুর ছেলে নরা লোকেশ। শুক্রবার শেয়ারের দাম বেড়ে যাওয়ার পর লোকেশের সম্পত্তি ২৩৭ কোটি ৮০ লাখ টাকা বেড়েছে।

বর্তমান লোকসভা নির্বাচনে এনডিএ-র মিত্র টিডিপি ১৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এর মধ্যে ১৬টি আসনে জয়ী হয়েছে তারা। এখন তারা কেন্দ্রে এনডিএ সরকার গঠনের পিছনে অন্যতম শক্তি।

অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনও একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। টিডিপি রাজ্যে ১৭৫টি আসনের মধ্যে ১৩৫টি আসন পেয়েছে।

শেয়ারনিউজ. ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে