ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

টেলিভিশন অনুষ্ঠানে কাঁদলেন বুথফেরত জরিপকারী প্রতিষ্ঠান প্রধান

২০২৪ জুন ০৪ ২১:৪৬:৩৫
টেলিভিশন অনুষ্ঠানে কাঁদলেন বুথফেরত জরিপকারী প্রতিষ্ঠান প্রধান

ডেস্ক রিপোর্ট : ভারতীয় জরিপকারী প্রতিষ্ঠান অ্যাক্সিস মাই ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ গুপ্তা বুথফেরত জরিপে ইঙ্গিত দিয়েছিলেন, বিজেপি আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। কিন্তু ভোটের ফলে দেখা যাচ্ছে, বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।

দেশটির লোকসভা নির্বাচনের ফল আসতে শুরু করার পর এক টেলিভিশন অনুষ্ঠানে কাঁদতে দেখা গেল ভারতীয় জরিপকারী সেই প্রতিষ্ঠান অ্যাক্সিস মাই ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ গুপ্তাকে।

ভারতের নির্বাচনের ফলাফল সরাসরি সম্প্রচার নিয়ে ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রদীপ গুপ্তাকে।

সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি কান্না শুরু করেন। এই সময় অনুষ্ঠানের উপস্থাপককে তাঁকে সান্ত্বনা দিতে দেখা যায়। এই ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ছড়িয়ে পড়ে।

বুথফেরত ওই জরিপে বলা হয়েছিল, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার ৩৬১ থেকে ৪০১ আসনে জয়ী হতে চলেছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’ পেতে পারে ১৩১ থেকে ১৬৬ আসন। এ ছাড়া অন্যান্য দল পাবে ৮ থেকে ২০টি আসন।

কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ ফলাফল অনুযায়ী, এনডিএ জোট ২৯৩ আসনে এগিয়ে রয়েছে। এ ছাড়া ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে রয়েছে ২৩২ আসনে। অন্যান্য দল ১৮টি আসনে এগিয়ে।

ভোটগণনা শুরুর আগে আগের দিন সোমবার প্রদীপ গুপ্তা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘টানা ১০ বছর ধরে বুথফেরত জরিপ করছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া। আমরা ৬৯টি নির্বাচন নিয়ে বুথফেরত জরিপ করেছি। এর মধ্যে দুটি লোকসভা নির্বাচন রয়েছে। এর মধ্যে ৬৫ বার আমাদের পূর্বাভাস সঠিক হয়েছে। যাঁরা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের বলব, একবার আমাদের অতীত ইতিহাস দেখুন।’

তবে শুধু ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া নয়, প্রায় সব বুথফেরত জরিপের পূর্বাভাস ছিল আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে এনডিএ। বিজেপিও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।

কিন্তু নির্বাচনের সেই ভবিষ্যত বাণী এবার বিফলে যেতে বসেছে।

শেয়ারনিউজ, ০৪ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে