ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

নতুন পথচলায় তাহসান-মিথিলা

২০২৪ জুন ০৩ ২২:৫৩:১১
নতুন পথচলায় তাহসান-মিথিলা

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এর আগে এই অভিনেতাকে টেলিভিশনে বহুবার দেখা গেলেও ওটিটি প্ল্যাটফর্মে এবারই প্রথম তিনি।

আরিফুর রহমানের পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ 'বাজি' নিয়ে আসছেন তিনি। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে।

তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কিনা, তা জানা যায়নি। তবে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গল্পটি গড়ে উঠেছে বলে জানা গেছে।

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকে।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের পর ২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেছিলেন তাহসান এবং মিথিলার। এক সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছিলেন তারা।

২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাহসান এবং মিথিলার। এর পর আর একফ্রেমে দেখা যায়নি তাদের।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে