ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

বেকসুর খালাস পেলেন ইমরান খান ও মাহমুদ কুরেশি

২০২৪ জুন ০৩ ২১:২৭:৩৭
বেকসুর খালাস পেলেন ইমরান খান ও মাহমুদ কুরেশি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে সাইফার মামলায় খালাস দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

সোমবার (০৩ জুন) প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।

সাইফার মামলায় সাজার বিরুদ্ধে সংক্ষিপ্ত রায়ে আপিল করা হলে সাজা বাতিল করা হয় এবং তাদের খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর কেন্দ্রীয় নেতারা ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত ছিলেন।

এছাড়া ইমরান খানের বোন এবং শাহ মাহমুদ কুরেশির স্ত্রী ও কন্যারাও আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর বলেছেন, আজ পাকিস্তান ও তার ২৫ কোটি মানুষের জন্য আনন্দের দিন।

উল্লেখ্য, সাইফার মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিল বিশেষ আদালত।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে