ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

রাশিয়ায় হামলার অনুমতি দিলেন বাইডেন

২০২৪ মে ৩১ ১২:৩৮:৩১
রাশিয়ায় হামলার অনুমতি দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গোপনে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ার ওপর হামলা করার অনুমোদন দিয়েছেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের খারকিভ শহরের কাছে রাশিয়ার সীমান্ত এলাকায় হামলা চালানোর জন্য বাইডেন কিয়েভকে অনুমোদন দিয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে নিজের অবস্থান থেকে সরে এসেছেন বাইডেন। এখন পর্যন্ত তিনি মার্কিন অস্ত্র নিয়ে রাশিয়ায় হামলার কথা অস্বীকার করেছেন।

একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি তার দলকে নির্দেশ দিয়েছেন যে ইউক্রেন খারকিভ অঞ্চলে পাল্টা আঘাত হানতে মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করতে পারবে।

সামরিক জোট ন্যাটো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, মার্কিন অস্ত্র নিয়ে রাশিয়ার ওপর হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এরই মধ্যে বাইডেনের অনুমতির খবর সামনে এসেছে।

শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে