ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ট্রাম্প দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা ১১ জুলাই

২০২৪ মে ৩১ ০৭:১৩:৪৮
ট্রাম্প দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা ১১ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়িক নথিতে তথ্য গোপন করায়র একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। বিচারকগণ রিপাবলিকান নেতাকে এই মামলায় ৩৪টি ক্ষেত্রে দোষী সাব্যস্ত করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মে) নিউইয়র্কের একটি আদালত এই রায় দেন।

দীর্ঘ পাঁচ সপ্তাহের বিচারের পর, আদালত বৃহস্পতিবার ১২ জন বিচারকদের উপস্থিতিতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন।

বার্তা সংস্থা রয়টার্সের মতে, আদালতের বিচারক জুয়ান মার্চান ১১ জুলাই সাজা ঘোষণার তারিখ ধার্য করেছেন। ডোনাল্ড ট্রাম্পকে জেলে যেতে হবে বলে মনে করা হচ্ছে।

তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, তার জরিমানা হওয়ার সম্ভাবনা বেশি।

ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সাথে তার যৌন সম্পর্ক ছিল। পরবর্তীতে, ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে, স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প এই বিষয়ে মুখ না খুলতে।

ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তাকে এই অর্থ দিয়েছেন। তবে ব্যবসার নথিতে এই লেনদেনের বিস্তারিত তথ্য গোপন করা হয়েছে। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন রিপাবলিকান দলের এই নেতা।

এমন এক সময়ে এই রায় ঘোষণা করা হলো যখন কয়েক মাস পর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্প এই নির্বাচনে অংশগ্রহণ করে আবার প্রেসিডেন্ট পদে আসতে চান। তবে মামলার রায় হওয়ায় তার নির্বাচনী প্রচারে কোনো বাধা থাকবে না।

রায়ের পর ৭৭ বছর বয়সী ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটা তার জন্য অপমানজনক। তিনি ন্যায়বিচার পাননি। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়বেন তিনি।

শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে