ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে ইডির তলব

২০২৪ মে ৩১ ০৫:৫১:৫২
দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে ইডির তলব

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন দুর্নীতির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে।

লোকসভা নির্বাচনের পরদিন আগামী ৫ জুন সকাল ১১টার মধ্যে বিধাননগরের (সিজিও) কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে এই অভিনেত্রীকে।

বুধবার রাতে ঋতুপর্ণাকে এই মর্মে একটি ই-মেইল পাঠিয়েছে ইডি কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে ঋতুপর্ণা কিছুই জানেন না বলে জানিয়েছেন।

গণমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, ‘আমাকে ইডি তলব করেছে বলে জানি না। আমার কাছে কোনও চিঠি আসেনি। কলকাতার বাড়িতেও কোনও চিঠি পৌঁছেছে বলে জানি না। তবে সত্যিই তলব করা হয়ে থাকলে আইনজীবীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’

এই অভিনেত্রী বলেন, ‘রেশন দুর্নীতি কী তাই আমি জানি না। তবে কয়েকটি অনুষ্ঠানে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা হয়েছে, এই টুকুই।’

তিনি বলেন, ‘কয়েক দিন পরেই আমার নতুন ছবি মুক্তি পাবে। তার আগে আমাকে হেনস্তা করার চেষ্টা হচ্ছে। ষড়যন্ত্র করে আমার সম্মানহানির চেষ্টা করছে কেউ বা কারা।’

শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে