ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

অ্যান্টি রেডিয়েশন মিসাইলের সফল পরীক্ষা ভারতের

২০২৪ মে ৩০ ১১:৪৮:২৪
অ্যান্টি রেডিয়েশন মিসাইলের সফল পরীক্ষা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : ভারত সফলভাবে অ্যান্টি-রেডিয়েশন সুপারসনিক মিসাইল রুদ্রম-২ পরীক্ষা চালালো।

বুধবার (২৯ মে) দেশের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিআরডিও এই সুপারসনিক মিসাইলের পরীক্ষা চালায়।

এদিন সুখোই ৩০এমকেআই যুদ্ধবিমান থেকে মিসাইলটি নিক্ষেপ করা হয়। সেই পরীক্ষায় সাফল্য হাতে পেয়েছে ডিআরডিও।

ক্ষেপণাস্ত্রের সুবিধা হল এটি বিভিন্ন উচ্চতা থেকে উৎক্ষেপণ করা যায়। এটি শত্রুর রেডিও ফ্রিকোয়েন্সি এবং রাডার সংকেত ১০০ কিলোমিটারের বেশি রেঞ্জ থেকে তুলতে পারে।

মূলত, এই ক্ষেপণাস্ত্র স্থল ভিত্তিক শত্রুর নজরদারি রাডার ধ্বংস করতে সক্ষম। এছাড়াও, এটি বিপরীত সংযোগকারী বিভিন্ন স্টেশনে আক্রমণ করার ক্ষমতা রাখে।

ডিআরডিও বলছে, রুদ্রম শত্রু শিবিরের সমস্ত প্রতিরক্ষা ভেদ করতে পারে এবং শত্রুর রাডার, ট্র্যাকিং এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে পারে। এয়ার থেকে গ্রাউন্ড মিসাইল ভারতের অস্ত্রাগারের পরিপূরক হবে বলে আশা করা হচ্ছে।

এএই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক বার্তায় তিনি বলেন, ওড়িশায় ভারতীয় বিমানবাহিনীর এসইউ-৩০ এমকে-আই যুদ্ধবিমান থেকে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রুদ্রম-২ এর মিসাইলের সফল পরীক্ষা হয়েছে। সফল পরীক্ষাটি সশস্ত্র বাহিনীর একটি শক্তি গুণিতক হিসেবে রুদ্রএম-২ সিস্টেমের ভূমিকাকে সুসংহত করেছে।

বর্তমানে ভারত রাশিয়ার তৈরি অ্যান্টি-রেডিয়েশন মিসাইল কেএইচ-৩১ ব্যবহার করছে। মনে করা হচ্ছে রুদ্রম এবার সেই জায়গা নিতে চলেছে।

এরফলে ভারত ধীরে ধীরে প্রতিরক্ষা ক্ষেত্রে উপ-নির্ভরতার পথ থেকে দূরে সরে যায় এবং স্বনির্ভরতার দিকে আরেকটি পদক্ষেপ নেয়।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে