ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

‘বড় বিপদ’ থেকে রক্ষা পেলেন রাহুল গান্ধী!

২০২৪ মে ২৭ ২২:০৪:২৪
‘বড় বিপদ’ থেকে রক্ষা পেলেন রাহুল গান্ধী!

আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ পর্বের প্রচারণার সময় তিনি সমূহ বিপদের সম্মুখীন হন।

সোমবার (২৭ মে) বিহারে ছিল ভারত জোটের প্রচারণা। পাটনা থেকে একটু দূরে পালিগঞ্জে একটি সভায় প্রচার করতে গিয়ে বিপাকে পড়েন রাহুল গান্ধী। মঞ্চে ওঠার আগেই সেটি হঠাৎ ভেঙে পড়ে।

লালু প্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী পালিগঞ্জে আরজেডির প্রার্থী। রাহুল গিয়েছিলেন তাঁর প্রচার সভায়। সঙ্গে ছিলেন তেজস্বী যাদবও।

তেজস্বী ও রাহুলের উপস্থিতিতে হঠাৎ মঞ্চ ভাঙতে শুরু করে। কিন্তু তার আগেই মঞ্চে হেঁটে আসেন রাহুল গান্ধী। আর হাঁটতে হাঁটতে দেখা যায় তার সামনের মঞ্চের অংশ ভেঙ্গে নিচে নেমে যাচ্ছে।

স্বাভাবিকভাবেই সেই পরিস্থিতিতে কিছুটা ভারসাম্য হারাতে দেখা যায় রাহুলকে। কিন্তু অন্য নেতারা তাকে ধরে রেখেছেন। পরে রাহুলকে তার আসনে বসানো হয়। এদিকে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা গেছে রাহুল গান্ধীকে।

তবে এই ঘটনায় দেখা যায় রাহুল মোটেও বিব্রত হননি। উপস্থিত কর্মীরা পুরো দৃশ্যটি একটি ভিডিওতে ধারণ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। যা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

অন্যদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান নিরাপত্তার দায়িত্বে থাকা স্থানীয় সদস্যরা। পরে সবাইকে জানানো হয় রাহুল গান্ধী নিরাপদে আছেন, সুস্থ্য আছেন। তখন উপস্থিত সবাই আশ্বস্ত হয়।

শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে