ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

সুইমিংপুলে যার সঙ্গে আগুন ছড়ালেন শ্রাবন্তী

২০২৪ মে ২৬ ১৯:৫৭:১২
সুইমিংপুলে যার সঙ্গে আগুন ছড়ালেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে সোস্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও দিয়ে ভক্তদের নিয়মিত বিনোদনের রসদ জোগান।

লাস্যময়ী এই অভিনেত্রীর কাজ নিয়ে যত চর্চা হয়, তার চেয়ে বেশি চর্চা হয় ব্যক্তিগত জীবন নিয়ে। যে কারণে তিনি টালিউডের অন্যতম চর্চিত নায়িকা হিসাবে খ্যাত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হল শ্রাবন্তীর একটি ছবি। যেখানে কাছের মানুষদের সঙ্গে সুইমিং পুলে ডুব দিতে দেখা গেছে নায়িকাকে।

তবে এই ডুবে একজন নয়, দুই প্রেমিক অভিনেত্রীর এই স্নানের সঙ্গী হয়েছেন। কিন্তু তারা কারা? আবারও কি প্রেম করছেন অভিনেত্রী?

নাম যখন শ্রাবন্তী, তখন এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই আসতে পারে তার খবরে... কিন্তু না, এই গ্রীষ্মের তাপ থেকে বাঁচতে শ্রাবন্তীর সঙ্গে যাঁরা পুলে ডুবেছেন, তাঁদের একজন হলেন অভিনেত্রীর নিজের বোন স্মিতা চ্যাটার্জি। আরেক অভিনেত্রী সঞ্চরী চক্রবর্তী, খুব ভালো কাজের বন্ধু।

ছোটবেলা থেকেই শ্রাবন্তীর সঙ্গী এই দুই নারী আষ্টেপৃষ্টে আাছেন। তার সবচেয়ে কাছের বন্ধু। আর ছবিটি মূলত পোস্ট করেছেন নায়িকার বন্ধু সঞ্চরী চক্রবর্তী।

শুধু সুইমিং পুলের পানিতেই নয়, বিভিন্ন ভ্রমণে শ্রাবন্তীর সঙ্গী হতে দেখা গেছে এই বন্ধু সঞ্চারীকে। গত বছরের নভেম্বরে 'দেবী চৌধুরানী'র শুটিং শুরু হওয়ার আগে শ্রাবন্তী যখন তারাপীঠে পূজা করতে গিয়েছিলেন, তখন তার বন্ধু সঞ্চারী তার সঙ্গে ছিলেন। তারাপীঠের হোটেল থেকে ওই বন্ধুর সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

গত বছরের অক্টোবরে, অভিনেত্রী সঞ্চারী চক্রবর্তীর জন্মদিনে তার ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমি তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না।’ এভাবেই বারবার একে অপরের ফেসবুক পেজে হাজির হয়েছেন শ্রাবন্তী ও সঞ্চারী।

শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে