ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ঘূর্ণিঝড় রিমাল : কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা

২০২৪ মে ২৫ ২৩:১৪:৩২
ঘূর্ণিঝড় রিমাল : কলকাতা বিমানবন্দর বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে, কলকাতা বিমানবন্দর রবিবার দুপুর ১২ টা থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত ২১ ঘন্টা বন্ধ ঘোষণা করেছে।

আজ শনিবার সন্ধ্যার পর বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এটি শক্তি সংরক্ষণের জন্য উত্তর দিকে ভূমির দিকে অগ্রসর হয়। আজ রাতের পরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সোমনাথ দত্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রিমাল তৈরি হওয়ার পর আগামীকাল রবিবার রাতে স্থলভাগে আঘাত হানতে পারে। তাহলে এর গতি হবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। সাময়িকভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিমি হতে পারে। এটি ভারতের সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে পড়বে।

রিমালের প্রভাবে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রোববার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কলকাতা সহ এই ছয় জেলায় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা সহ বাকি চার জেলায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সাময়িকভাবে বাতাসের গতিবেগ বৃদ্ধির ফলে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত দমকা হতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় কমলা সতর্কতা কার্যকর।

এছাড়াও, ঘুর্নিঝড়টি ঘণ্টায় ৩৪ থেকে ৪৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। দক্ষিণাঞ্চলের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণ হতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর।

শেয়ারনিউজ, ২৫ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে