ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইসরায়েলকে রাফায় হামলা বন্ধের নির্দেশ দিল আন্তর্জাতিক আদালাত

২০২৪ মে ২৪ ২৩:০৮:৪৩
ইসরায়েলকে রাফায় হামলা বন্ধের নির্দেশ দিল আন্তর্জাতিক আদালাত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের রাফাহ শহরে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে ছোট্ট এই উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দেশও দিয়েছেন আদালত। আজ শুক্রবার (২৪ মে) দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে নতুন এই নির্দেশনা দিয়েছেন জাতিসংঘের শীর্ষ আদালতের বিচারকরা।

কাতারভিত্তিকসংবাদমাধ্যমআলজাজিরার এক প্রতিবেদনে এইতথ্য জানানো হয়।

আদালতের বিচারকরা বলেছেন, ইসরায়েল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করছে সেটিতে তারা সন্তুষ্ট নন।

আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে। যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

রাফায় মানবিক পরিস্থিতি বিপর্যয়কর মন্তব্য করে তিনি যত দ্রুত সম্ভব সেখানে ইসরায়েলি সৈন্যদের হামলা বন্ধ করার নির্দেশ দেন।

এর আগে রাফাতে ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে দাবি করে করে দেশটি সেখানে হামলা বন্ধ করতে আবেদন জানায়।

দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে আজ শুক্রবার রাফাতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিজের বিচারকরা। রায় দিতে পারলেও রায় কার্যকর করানোর ক্ষমতা নেই আইসিজের।

এর আগে ইউক্রেনে আগ্রাসন বন্ধের জন্য রাশিয়াকে নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু রাশিয়া তা মানেনি।

অবশ্য দক্ষিণ আফ্রিকার এই অভিযোগকে ভিত্তিহীন বলে দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ইসরায়েল। দখলদার ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে, তারা তাদের কার্যক্রম বন্ধ করার যে কোনো আদেশ উপেক্ষা করবে।

শুক্রবারের রায়ের আগে, একজন সরকারি মুখপাত্র বলেছেন, ‘পৃথিবীর কোন শক্তিই ইসরায়েলকে তার নাগরিকদের রক্ষা করা থেকে এবং গাজায় হামাস নির্মূল করতে বাধা দেবে না। ’

ইসরায়েল প্রায় তিন সপ্তাহ আগে সেখানে অভিযান শুরু করে, রাফাহ শহরে জিম্মি করার দাবি করে এবং নির্বিচারে হামলা চালায়, যা এখনও চলছে।

জাতিসংঘ বলছে, অভিযান শুরুর পর থেকে ৮ লাখেরও বেশি ফিলিস্তিনি রাফাহ থেকে পালিয়েছেন। গাজার অন্যত্র যুদ্ধ থেকে প্রায় দেড় মিলিয়ন সেখানে আশ্রয় নিয়েছিল।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। হামাসের বন্দুকধারীরা গাজায় ২৫২ জনকে জিম্মি করেছে। হামাসকে নির্মূল করার নামে গাজায় হামলা চালায় ইসরাইল।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তখন থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলায় অন্তত ৩৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

শেয়ারনিউজ, ২৪ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে