ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

হজে আবহাওয়া অনুকূলে রাখতে সৌদি আরব কৃত্রিম বৃষ্টি নামাবে

২০২৪ মে ২৩ ১০:৪৫:৪০
হজে আবহাওয়া অনুকূলে রাখতে সৌদি আরব কৃত্রিম বৃষ্টি নামাবে

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর পবিত্র হজের মৌসুমে আবহাওয়া অনুকূলে রাখতে ক্লাউড সিডিং এর মাধ্যমে সৌদি আরবে কৃত্রিম বৃষ্টি নামানো হবে।

ক্লাউড সিডিং ব্যবস্থাপনা থেকে বলা হয়, আবহাওয়া উন্নয়ন বিভাগ বিশেষজ্ঞদের অধীনে নির্দিষ্ট অঞ্চলে কাজ করছে। হজের স্থানসমূহ বিশেষ করে মক্কা, মিনা প্রান্তর, আরাফার ময়দান, মুজদালিফা এতে অন্তর্ভুক্ত থাকবে।

সৌদির আঞ্চলিক ক্লাউড সিডিং প্রোগ্রামের বরাতে জানা যায়, আবহাওয়ার পরিস্থিতি উন্নত করতে প্রযুক্তি ও সব ধরনের সুযোগ-সুবিধা প্রয়োগ নিশ্চিত করবে সৌদি আরব।

সাধারণত উড়োজাহাজের মাধ্যমে ক্লাউড সিডিং করা হয়ে থাকে । এটির জন্য উড়োজাহাজ দিয়ে সিলভার আয়োডাইডের ছোট ছোট কণা মেঘের মাঝে ছেড়ে দেওয়া হয়। তারপর খুব সহজেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিতে পরিণত হয়।

ক্লাউড সিডিং হলো এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি, যা আকাশে বিদ্যমান মেঘগুলোকে আরও বৃষ্টি তৈরির জন্য প্রভাবিত করে।

গত কয়েক দশক ধরেই পৃথিবীব্যাপী এই কৌশলটি ব্যবহার করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতও সাম্প্রতিক বছরগুলোতে তাদের পানির সংকট মোকাবিলা করার জন্য ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

শেয়ারনিউজ, ২৩ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে