ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

আনোয়ারা-মুক্তির আমন্ত্রণে একগুচ্ছ তারার মিলন মেলা

২০২৪ মে ২২ ১৬:৩৪:১৮
আনোয়ারা-মুক্তির আমন্ত্রণে একগুচ্ছ তারার মিলন মেলা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে। ২ মে ছিল মুক্তির একমাত্র মেয়ে কারিমার জন্মদিন। এ উপলক্ষে গতকাল রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় সহকর্মীদের নিয়ে গেট-টুগেদারের আয়োজন করা হয়। আনোয়ারা ও মুক্তির আমন্ত্রণে একগুচ্ছ তারকা উক্ত গেট-টুগেদারে হাজির।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের সিনিয়র-জুনিয়র অভিনেতারা। তারা সারাক্ষণ ব্যস্ত থাকত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি, জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা জায়েদ খান, আন্নাসহ চলচ্চিত্র জগতের অনেকে।

ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা আনোয়ারা শিল্পী সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জায়েদ খানের সদস্যপদ ফিরে পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন এই বিখ্যাত অভিনেত্রী।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল বলেন, ‘সিনিয়র-জুনিয়ারদের নিয়ে এমন মিলনমেলা হলে ভালোই হয়। সবার সঙ্গে কুশল বিনিময়ের সুযোগ হয়। মুক্তির মেয়ে কারিমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।’

প্রবীণ চলচ্চিত্র অভিনেত্রী ও শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য দিলারা ইয়াসমিন এত সুন্দর অনুষ্ঠানের জন্য অভিনেত্রী মুক্তিকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। অনেকদিন পর আনু আপার সঙ্গে দারুণ সময় কাটালাম।'

আরেক কার্যনির্বাহী সদস্য ও চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনু আপা আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসার একজন মানুষ। অনেক দিন পর দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। চমৎকার একটি আয়োজন ছিল।’

আয়োজন নিয়ে চিত্রনায়িকা মুক্তি বলেন, মেয়ের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হলেও মূল উদ্দেশ্য ছিল সবার সঙ্গে কুশল বিনিময়। অনেক দিন ধরেই মায়ের সঙ্গে তার সহকর্মীদের সেভাবে দেখা-সাক্ষাৎ নেই।

তিনি আরো বলেন, শিল্পী সমিতির নির্বাচনের সময় খানিক সময়ের জন্য দেখা হয়। সেসময় আসলে কথা বলার পরিবেশ থাকে না। সবার সঙ্গে মায়ের আড্ডার ব্যবস্থা করার জন্যই এই আয়োজন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে