ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

ছোট চুলে আকর্ষণীয় লুকে প্রিয়াংকা চোপড়া

২০২৪ মে ২২ ১৩:২২:৫০
ছোট চুলে আকর্ষণীয় লুকে প্রিয়াংকা চোপড়া

নিজস্ব প্রতিবেদক : বলিউডের তারকারা এবারও ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ঝড় তুলেছিলেন। সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন কানের আসরে হাতে প্লাস্টার নিয়ে ভিন্ন ভিন্ন লুকে সকলের নজর কেড়েছেন সকলের।

অন্যদিকে এবারের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন বলিউডের উর্বশী রাওতেলা, কিয়ারা আদভানিও। এদিকে ইতালির রোমে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

ইতালির অনুষ্ঠানে প্রিয়াংকার কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কারণ আর কিছুই নয়, অভিনেত্রীর নতুন চুলের আকর্ষণীয় লুক নজর কেড়েছে অনুরাগীদের।

এদিন প্রিয়াংকার পরনে ছিল সাদা-কালো গাউন, তবে নজর কেড়েছে ছোট করে ছাঁটা তাঁর চুলের নতুন স্টাইল। অনুষ্ঠানের এক ফাঁকে প্রিয়াংকা অ্যান হ্যাথাওয়ে, লিউ ইফেই, শু কিউসহ অনেক তারকার সঙ্গে ফ্রেমবন্দী হন। এই তিনজন অভিনেত্রীই বুলগারির বৈশ্বিক শুভেচ্ছাদূত।

প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি তার আসন্ন ছবি 'হেডস অফ স্টেট'-এর শুটিং শেষ করেছেন। ছবিটি পরিচালনা করেছেন ইলিয়া নাইশুলার। এতে অভিনয় করেছেন ইদ্রিস এলবা, জন সিনা এবং জ্যাক কায়েদ।

এছাড়া 'দ্য ব্লাফ' নামের আরেকটি ছবিতেও দেখা যাবে বলিউডের হাটথ্রব এই তারকাকে।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে