ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ফরাসি অঞ্চলে অস্থিরতা, তুরস্ক ও আজারবাইজানকে দায়ী করছে ফ্রান্স

২০২৪ মে ২২ ০৯:৩৩:১৯
ফরাসি অঞ্চলে অস্থিরতা, তুরস্ক ও আজারবাইজানকে দায়ী করছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের ক্যালেডোনিয়ায় অস্থিরতা সৃষ্টির জন্য তুর্কি ও আজারবাইজানকে অভিযুক্ত করেছে ফ্রান্স। খবর মিডল ইস্ট মনিটরের

শনিবার (১৮ মে) সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আঙ্কারা এবং বাকুর সাথে প্যারিসের বৈরিতার জেরে তুরস্ক ও আজারবাইজান উদ্দেশ্যমূলকভাবে নিউ ক্যালেডোনিয়া দ্বীপের বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

ফরাসি গোয়েন্দা সংস্থা ডিজিএসআই-এর কাছে বিষয়টি গোপন নেই। তারা ক্যালেডোনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের পেছনে বাকু বা আঙ্কারার মদদ আছে মর্মে নিশ্চিত হয়েছে।

সোমবার (২০ মে) ফরাসি আইন প্রণেতাদের একটি সাংবিধানিক সংশোধনী বাস্তবায়নের প্রচেষ্টার পরে দ্বীপজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছে। শতাধিক আহত হয়েছে।

এছাড়া কয়েক শ’ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। তদুপরি গোটা এলাকায় জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে।

ফরাসি রেডিও চ্যানেল এবং ফরাসি সরকারের মতে, চলমান বিক্ষোভের পেছনে আজারবাইজান।সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি ঘটনার পর এসেছে তারা এমন অভিযোগ করেছে।

এর মধ্যে গত মাসে আজারবাইজান এবং নির্বাচিত নিউ ক্যালেডোনিয়ার আইনপ্রণেতা ওমায়রা নাইসেলিনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে