ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ঘূর্ণিঝড় 'রেমাল' নিয়ে সবশেষ যে তথ্য জানা গেল

২০২৪ মে ২১ ১১:৫১:১৪
ঘূর্ণিঝড় 'রেমাল' নিয়ে সবশেষ যে তথ্য জানা গেল

নিজস্ব প্রতিবেদক : ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। পরে এটি আরও শক্তি সঞ্চয় করে এবং নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম হবে 'রেমাল'। এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখনও কোনো তথ্য জানায়নি। তবে আবহাওয়াবিদরা বলছেন, ৪৮ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরপর এটি ২৪ তারিখের পরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করতে পারে।

তবে, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এর গতিবিধি ও প্রভাব সম্পর্কে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার থেকে বাংলাদেশে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে। যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর নামকরণ করেছে ওমান। আরবিতে এর অর্থ বালি। এই নামে ফিলিস্তিনের গাজা থেকে ১ দশমিক ৭ কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে।

শেয়ারনিউজ, ২১ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে