ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

রাইসির মৃত্যুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের শোক প্রকাশ

২০২৪ মে ২০ ১২:২৮:৪৭
রাইসির মৃত্যুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনার পর এরপর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শোক প্রকাশ করেন।

মাদুরো বলেছেন, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে তিনি ‘গভীরভাবে শোকাহত’। সোমবার (২০ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান এবং দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, রাইসি ভেনিজুয়েলার ‘নিঃশর্ত বন্ধু’ ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মাদুরো লিখেছেন, ‘বলিভারিয়ান রিপাবলিক অব ভেনিজুয়েলার পক্ষ থেকে (আপনাকে) আন্তরিক আলিঙ্গন। আপনি ও ইরান মর্যাদা, নৈতিকতা এবং প্রতিরোধের উদাহরণ।’

এদিকে একই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানও। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

আল জাজিরা বলছে, ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ দেশটির প্রেসিডেন্ট রাইসির সাথে তার উত্তরসূরি হোসেন আমির-আবদুল্লাহিয়ানের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন।

এমনকি আমির-আবদুল্লাহিয়ানকে ‘আমার প্রিয় ভাই’ বলে উল্লেখ করেন জারিফ। ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় জারিফ লিখেছেন, দুর্ঘটনার এই খবরটি ‘বেদনাদায়ক। আমি শহীদদের জন্য মহান আল্লাহর সন্তুষ্টি, যারা বেঁচে গেছেন তাদের জন্য শান্তি ও ধৈর্য এবং ইরানের জনগণের জন্য সংহতি ও অগ্রগতি কামনা করছি।’

এর আগে রোববার উত্তর-পশ্চিম ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এবং আরও কয়েকজন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টিভি জানায়।

উল্লেখ্য, রোববার একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। এই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

শেয়ারনিউজ, ২০ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে