ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

হেলিকপ্টার দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট

২০২৪ মে ১৯ ২০:১৬:৫২
হেলিকপ্টার দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে।

আজ রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্ত এলাকা জোলফায় এই দুর্ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে। তবে প্রেসিডেন্ট রাইসি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হেলিকপ্টারটির জন্য অনুসন্ধান অভিযান চলছে এবং শীঘ্রই আরও বিস্তারিত জানা যাবে।

এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ওয়াহিদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, বিভিন্ন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। তবে কুয়াশা ও খারাপ আবহাওয়ায় কিছুটা সময় লাগতে পারে।

সংবাদমাধ্যম এপির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসির সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুলাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান উদ্ধারকর্মীরা। তবে ভারী বর্ষণ ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে