ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে

২০২৪ মে ১৯ ২০:০৩:২৯
বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগের বাইরে রয়েছেন। তাই তাকে খুঁজতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আসেন সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

আজ রোববার (১৯ মে) বিকেলে তিনি মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান। বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, আমার বাবা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নিখোঁজের বিষয়টি ডিবিকে জানাতে এসেছি।

এর আগে মুমতারিন ফেরদৌস ডরিন গণমাধ্যমকে বলেন, ‘চার দিন ধরে বাবার সঙ্গে আমার যোগাযোগ নেই। আমরা উদ্বিগ্ন। তার সঙ্গে সব ধরনের যোগাযোগের চেষ্টা করছি। সরকারের উচ্চপর্যায়কে জানানো হয়েছে। প্রয়োজন হলে আমার পরিবারের লোকজন কলকাতায় যাবে।’

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএ) আবদুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান। গত চার দিন যাবত তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে