ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

যৌতুককে নিরুৎসাহিত করতে একসঙ্গে ৫০ বিয়ে

২০২৪ মে ১৯ ১০:৩২:১৪
যৌতুককে নিরুৎসাহিত করতে একসঙ্গে ৫০ বিয়ে

নিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগের বিভিন্ন জেলার অসহায়-অস্বচ্ছল ১০০ পরিবারের এসব নারীকে বিয়ে দেয়া হলো কোনো যৌতুক ছাড়া। যৌতুক নিরুৎসাহিত করতে যশোরে এই গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে।

এই গণবিয়ে আয়োজন করা হয়ছে যশোরের ঝিকরগাছায় গাজীর দরগাহ মাদ্রাসা প্রাঙ্গণে। বিয়ের পর ৫০ জন নতুন দম্পতিকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। বিনা পয়সায় ছেলে-মেয়ের বিয়ে দিয়ে খুশি পরিবারের সদস্যরা।

সেখানে আগে নির্ধারিত পাত্র-পাত্রীর বিয়ে পড়ান কাজী। ভোজ শেষে নব দম্পতিদের উপহার দেওয়া হয় ভ্যানসহ নানা সামগ্রী।

বিয়ে করতে আসা এক পাত্র বলেন, ‘সমাজের সবাই এমন যৌতুক বিহীন বিয়ে করুক। এই যৌতুক নামক যে ব্যধি তা চিরতরে সমাজে থেকে দেশ থেকে বিতাড়িত হয়ে যাক।’

অপর আরেকজন বলেন, ‘উপহার পেয়ে আমি দারুণ খুশি, এটা নিয়ে আমি ভালো কিছু করতে চাই। সংসারের জন্য গাড়িটি ভালো কাজে লাগবে।’

বিনা খরচে ছেলে-মেয়েকে বিয়ে দিতে পেরে খুশি পরিবারের সদস্যরা। ছেলেকে বিয়ে দিতে আসা এক অভিভাবক জানান, তিনি ছোট একটা ব্যবসা করেন। ওই ব্যবসা দিয়ে ছেলে বিয়ে দেওয়া সম্ভব হতো না। উনাদের সার্পোট পেয়ে আমি খুশি।

ঝিকরগাছা গাজীর দরগাহ মাদ্রাসার সহকারী শিক্ষক কে এম মিকাইল হোসেন বলেন, ‘তুক বিহীন বিয়ে চালু করার উদ্দেশ্যে, যাতে যৌতুকের কারণে কোনো নারীকে সহিংসতার শিকার না হতে হয় সে জন্য আমরা এ উদ্যোগ নিয়ে থাকি।’

আয়োজকরা জানান, যৌতুক প্রথাকে নিরুৎসাহিত করতে এ আয়োজন। প্রতিবছর এমন গণবিয়ের আয়োজন করা হয় বলেও জানান তারা।

শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে