ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুঁশিয়ারির জবাব ভারতের

২০২৪ মে ১৫ ১১:৩১:২৯
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুঁশিয়ারির জবাব ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের চাবাহার বন্দর নিয়ে চুক্তি করায় ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর এক দিন পর বুধবার (১৫ মে) হুঁশিয়ারি জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

জয়শঙ্কর বলেছেন, বন্দরকেন্দ্রিক প্রকল্পটি পুরো অঞ্চলকে উপকৃত করবে এবং এ নিয়ে লোকজনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। খবর এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার এক দিন পর বুধবার জয়শঙ্কর বলেছেন, বন্দরকেন্দ্রিক প্রকল্পটি পুরো অঞ্চলকে উপকৃত করবে এবং এ নিয়ে লোকজনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। অতীতে চাবাহার বন্দরের বৃহত্তর প্রাসঙ্গিকতার তারিফ করেছে খোদ যুক্তরাষ্ট্র।

নিজের লেখা ‘ওয়াই ভারত ম্যাটার্স’ বইয়ের বাংলা সংস্করণের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন জয়শঙ্কর।

চাবাহার বন্দর নিয়ে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মন্তব্যের কিছু অংশ দেখেছি, তবে আমি মনে করি এটি যোগাযোগ, বোঝানো ও লোকজনের বোঝার বিষয় যে, এটি (চুক্তি) মূলত সবার কল্যাণের জন্য করা হয়েছে। এ নিয়ে লোকজনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকা উচিত বলে মনে করি না।’

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির বিষয়ে ভাবা যে কারও নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক থাকা উচিত।

শেয়ারনিউজ, ১৫ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে