ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

২০২৪ মে ১৪ ১৯:৩৫:৩৩
ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক : ইরানের রাজধানী তেহরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত ১০ বছরের চুক্তিতে স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লির বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটন বলছে, ইরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের বিষয়ে বিবেচনা করছে, এমন যেকোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

২০১৬ সালে তেহরান এবং নয়াদিল্লির মধ্যে একটি প্রাথমিক চুক্তি হয়েছিল পাকিস্তান ও ইরানের সীমান্তের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরটির উন্নয়নের জন্য।

সোমবার ভারত বন্দরটির উন্নয়ন ও পরিচালনার জন্য ইরানের সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে। ভারতের নৌপরিবহন মন্ত্রী চুক্তিটিকে ‘ভারত-ইরান সম্পর্কের একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।

তবে ইরানের সঙ্গে ভারতের চুক্তিকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গত তিন বছরে ইরান-সংশ্লিষ্ট সংস্থা এবং ব্যক্তির বিরুদ্ধে ৬০০ টিরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চুক্তি সম্পর্কে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং ওয়াশিংটন সেগুলি প্রয়োগ করতে থাকবে।

তবে ওয়াশিংটনের এই বিবৃতির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

শেয়ারনিউজ, ১৪ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে