ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ল্যান্ডিং গিয়ার ছাড়া জরুরি অবতরণ করলো বিমান

২০২৪ মে ১৩ ১৫:২৫:৩৭
ল্যান্ডিং গিয়ার ছাড়া জরুরি অবতরণ করলো বিমান

আন্তর্জাতিক ডেস্ক : যান্ত্রিক ত্রুটির কারণে অস্ট্রেলিয়ায় ল্যান্ডিং গিয়ার ছাড়াই বিমানবন্দরে অবতরণ করে একটি বিমান। সোমবার (১৩ মে) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের নিউক্যাসেল বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার অবতরণের আগে বিমানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে ল্যান্ডিং গিয়ার ছাড়াই বিমানটি অবতরণ করে। বিমানের ৩ জন যাত্রীই নিরাপদে আছেন।

জানা গেছে, বিচক্র্যাফট সুপার কিং এয়ারক্র্যাফটি যান্ত্রিক ত্রুটির কারণে ল্যান্ডিং গিয়ার আটকে যায়; ফলে চাকা ছাড়াই অবতরণ করতে বাধ্য হয় বিমানটি।

বিমানবন্দরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাতাসে ভেসে থেকে ল্যান্ডিং গিয়ার ছাড়া ক্র্যাশ ল্যান্ডিং করে বিমানটি।

অবতরণের পরপরই বিমানটিতে ছুটে আসেন উদ্ধারকর্মীরা। তবে বড় কোনো বিপদ হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে