ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রীর!

২০২৪ মে ১৩ ১৩:০৩:২০
মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক : আজকাল বিমানের নানান আজব ঘটনা প্রায়ই শিরোনামে উঠে আসে। কখনও মদ্যপ যাত্রীর তাণ্ডব, আবার কখনও বিমানে সিটে বসা নিয়ে যাত্রীদের মধ্যে হাতাহাতি।

এবার এক যাত্রী বিমানের জানলার ধারে দাঁড়িয়ে নীচে ঝাঁপ দেওয়ার হুমকিও দিলেন। রীতিমতো এই নিয়ে বিমান সেবিকাদের সঙ্গে রীতিমতো তুলকালাম কাণ্ড বেঁধে যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য যাত্রীরা।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের এক যাত্রীর বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। গত ৮ মে দুবাই থেকে মেঙ্গালুরুর উদ্দেশে যাচ্ছিল বিমানটি।

অভিযোগ, বিমান ছাড়ার পর সবকিছু ঠিকঠাকই ছিল। খানিকক্ষণের মধ্যে এক যাত্রী অস্বাভাবিক আচরণ করতে থাকেন। বিমান যখন মাঝ আকাশে ঠিক তখনই ওই যাত্রী উপর থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি দেন।

অসংলগ্ন ব্যবহারের জন্য ওই যাত্রীর সঙ্গে বিমান সেবিকাদের কথা কাটাকাটি শুরু হয়। কিন্তু কোনও কথাতেই কর্ণপাত করেননি তিনি।

বিমানটি আরব সাগরের উপর দিয়ে যাচ্ছিল। তখনই আচমকা তিনি ঝাঁপ দেওয়ার হুঁশিয়ারি দিতে থাকেন। ওই যাত্রীর আচরণ এবং মন্তব্যে বিমানে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়।

এরপর বিমানটি মেঙ্গালুরুতে পৌঁছলে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা।

ঘটনাটিতে এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। কেন ওই যাত্রী বিমানের মধ্যে অস্বাভাবিক আচরণ করেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে