ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

জিম্মিদের মুক্তি দিলেই যুদ্ধবিরতি: বাইডেন

২০২৪ মে ১২ ১২:০৮:০০
জিম্মিদের মুক্তি দিলেই যুদ্ধবিরতি: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : জিম্মিদের মুক্তি দিলেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (১২ মে) স্থানীয় সময় সিয়াটলে নির্বাচনী তহবিল সংগ্রহ করতে গিয়ে তিনি এমনটি বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাইডেন বলেন, ‘ইসরায়েল বলছে এটা হামাসের হাতে রয়েছে। তারা যদি চায় আমরা আগামীকালই যুদ্ধবন্ধ করতে পারি। সুতরাং যুদ্ধবিরতি আগামীকালই হতে পারে।’

এর আগে বুধবার এক সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, রাফায় হামলা চালাতে তাঁর দেশ ইসরায়েল অস্ত্র দেবে না।

ওই সময় তিনি বলেন, ‘যদি তারা (ইসরায়েলি বাহিনী) রাফায় যায়, তবে আমি তাদের অস্ত্র সরবরাহ করছি না।’

বারবার আলোচনার পরেও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ও হামাস।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়। এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

প্রায় সাত মাস ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে