ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

বিমানে মারামারি, ভিডিও ভাইরাল

২০২৪ মে ১২ ০৯:২৭:৫৪
বিমানে মারামারি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক : যাত্রাপথে লোকাল বাস অথবা ট্রেনে সিট নিয়ে মারামারির ঘটনার সাথে কমবেশি আমরা সবাই পরিচিত। কিন্তু বিমানে সিট নিয়ে তর্ক-বিতর্ক হবে কেউ কল্পনাই করেনি। অথচ তাই হলো।

বিমানের টিকিটের ওপরই সিট নির্ধারণ করে দেওয়া থাকে। চাইলেও অন্যের সিটে বসা যায় না। অথচ সিট নির্ধারিত থাকা সত্ত্বেও অন্যের সিট দখল করায় মাঝ আকাশে বিমানে মারামারিতে জড়িয়ে পড়েন দুই যাত্রী।

মঙ্গলবারের (৩০ এপ্রিল) এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সিট নিয়ে চলন্ত বিমানে দুই যাত্রীর তুমুল মারপিট চলছে। ইভা এয়ারের বিমান যাচ্ছিল তাইওয়ান থেকে ক্যালিফোর্নিয়ায়। সেই বিমানেই একটি সিট নিয়ে দুই যাত্রীর মারপিট দেখা যায়।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেনে বলা হয়, বিমানে এ মারপিটের কারণ হচ্ছে এক যাত্রী অন্য যাত্রীর সিট নিয়ে নেওয়ায়।

বিমান যখন মাঝ আকাশে তখনই শুরু হয় বিপত্তি। এক যাত্রীর পাশে থাকা সহযাত্রী তখন খুবই কাশছিলেন। তখনই ওই যাত্রী নিজের সিট বদল করে নেন। তার চোখে পড়ে বিমানে একটি সিট খালি রয়েছে।

সেখানে বসতে যান ওই যাত্রী। বসেও পড়েন। এরপর সেই সিটের যাত্রী এসে নিজের সিটে অন্য কাউকে বসতে দেখে রেগে আগুন বনে যান।

ওই সিটের যাত্রী তার জায়গায় বসা ব্যক্তিকে মারধর করলে তিনিও বসে থাকেননি। তাদের সেই মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল।

ভিডিওতে দেখা যায় ফ্লাইট অ্যাটেনডেন্টরা মারামারিতে ব্যস্ত দুই যাত্রীকে শান্ত করার চেষ্টা করছেন। পরে বেশ কয়েকজন যাত্রী এসে তাদের দূরে নিয়ে যান।

জানা যায় ইভা এয়ারের বিআর০৮ এই বিমানে মারপিটের ঘটনা ঘটে।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে