ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ভারতে পা রেখেই কূটনীতিক সম্পর্ক নিয়ে নতুন বার্তা চীনা রাষ্ট্রদূতের

২০২৪ মে ১২ ০৭:১০:০৪
ভারতে পা রেখেই কূটনীতিক সম্পর্ক নিয়ে নতুন বার্তা চীনা রাষ্ট্রদূতের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চীনের ১৭ তম নতুন রাষ্ট্রদূত সুই ফেইহোং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে তার নতুন দায়িত্ব গ্রহণ করতে নয়াদিল্লিতে এসেছেন।

শুক্রবার (১০ মে) ভারতের মাটিতে পা রেখে দিল্লি-বেইজিং বন্ধুত্ব আরও মজবুত করার বার্তা দেন চীনা এই কূটনীতিক।

সুই ফেইহোং বলেন, দুই দেশের সম্পর্ক জোরদার করার জন্য তাকে যে সম্মানজনক দায়িত্ব দেওয়া হয়েছে তা অত্যন্ত পবিত্র। দুই দেশের উদ্বেগের কথা মাথায় রেখে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজতে ভারতের সঙ্গে কাজ করতে চায় চীন।

তিনি বলেন, ‘এই জন্য আমরা আলোচনা করব। আমরা সুনির্দিষ্ট বিষয়ে এগিয়ে যাব।’

তিনি আরও দাবি করেন, তিনি দুই দেশের সম্পর্ক মধুর এবং মজবুত বন্ধুত্বের জন্য কাজ করবেন।

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর থেকে ভারতে চীনের কোনো রাষ্ট্রদূত নেই।

অবশেষে, ভারতের লোকসভা নির্বাচনের ফাঁকে বেইজিং সুই ফেইহংকে দিল্লিতে রাষ্ট্রদূত হিসেবে পাঠায়।

শেয়ারনিউজ, ১২ মে ২২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে