ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ফের এক হচ্ছেন তাহসান-মিথিলা!

২০২৪ এপ্রিল ১৯ ১৭:০০:২৪
ফের এক হচ্ছেন তাহসান-মিথিলা!

বিনোদন ডেস্ক : তরুণ প্রজন্মের জনপ্রিয় জুটি তাহসান খান ও রাফিয়াত রাশেদ মিথিলা। দীর্ঘদিন প্রেমের পর ২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। এক ছাদের নিচে ১১ বছর জীবন কাটিয়ে ২০১৭ সালের মে মাসে তারা আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহিত জীবনের সমাপ্তি ঘোষণা করেন।

নতুন খবর হচ্ছে, তাহসান-মিথিলার ভক্তদের সেই কষ্ট কিছুটা হলেও দূর হতে চলেছে। আবারও এক হচ্ছেন দুই তারকা। তবে দাম্পত্য জীবনে নয়, একটি ওয়েব সিরিজে। সাত পর্বের এই সিরিজের নাম ‘বাজি’। যেখানে তাহসানকে দেখা যাবে একজন ক্রিকেটারের ভূমিকায়। মিথিলা অভিয়ন করবেন সাংবাদিক চরিত্রে।

বিচ্ছেদের পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য প্রশংসিত এ জুটি। তবে এরপর দুজনকে আর কখনোই একসঙ্গে দেখা যায়নি। এবার ওয়েব সিরিজ ‘বাজি’র সৌজন্য সেই অপেক্ষা শেষ হচ্ছে।

আরিফুর রহমানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজটির একটা ধাপের শুটিং শেষ হয়েছে। একটি ফোরস্টার হোটেলে দুই মাস এই ওয়েব সিরিজের শুটিং হয়েছে। দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিরিজটি মুক্তি পাবে।

প্রসঙ্গত, তাহসানের সঙ্গে ডিভোর্সের পর গত তিন বছর ধরে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জীর ঘরণি মিথিলা। একমাত্র মেয়ে আইরা তার সঙ্গেই তাকে। তবে তাহসান নতুন করে আর কারও সঙ্গে সংসার পাতেননি। তিনি একাই আছেন তার গান, অভিনয় এবং শিক্ষকতা নিয়ে।

শেয়ারনিউজ, ১৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে