ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বউ নিয়ে বিপাকে মোশাররফ করিম

২০২৪ এপ্রিল ১৬ ০৯:১৩:২৬
বউ নিয়ে বিপাকে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ডজন খানেকের বেশি নাটক প্রচারের তালিকায় রয়েছে। এরমধ্যে এক নায়িকার সঙ্গেই (তানহা তাসনিয়া) করেছেন ৯টি নাটক।

মোশাররফ করিমের অভিনীত এই নাটকগুলোর মধ্যে একটি নাটক আজ বৈশাখী টিভিতে রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে। নাম ‘বউ সেটিং’। নাটকটির পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।

এ নাটকের গল্পে দেখা যাবে, ঘরের বউদের নিয়ে নানা সমস্যা। কোন স্বামীই ১০০ ভাগ সুখী নয়। বউদের অত্যাচারে অতিষ্ঠ। ঘরের বউদের সুখী করার সমাধান কেউ পায় না। আর সেসব সমস্যার ম্যাজিকের মতো সমাধান করে দেন মোশাররফ করিম।

কিন্তু অন্যের ঘর সমাধান করে বেড়ালেও তার ঘরেই দেখা দেয় চরম অশান্তি। বউয়ের ভয়ে তিনি থাকেন দৌড়ের ওপর।

এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গল্প শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বার্তা রয়েছে। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে, এমন অনেক ঘটনা রয়েছে, যারা অন্যদের সমস্যার সমাধান করে দেন নিমিষেই।

কিন্তু নিজের ঘরেই এরকম সমস্যায় জর্জরিত হয়ে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন। যেটা কাউকে বলতেও পারেন না, কিংবা সমাধানের পথও খুঁজে পান না। নাটকটি দেখলে বিষয়টি সবাই অনুধাবন করতে পারবেন।’

জানা গেছে, এ অভিনেতার অন্য নাটকগুলো দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।

শেয়ারনিউজ, ১৬ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে