ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

ঈদের দিনেও গাজায় হামলা, হামাস নেতা ইসমাইলের ৩ ছেলে নিহত

২০২৪ এপ্রিল ১১ ০৯:৪০:২২
ঈদের দিনেও গাজায় হামলা, হামাস নেতা ইসমাইলের ৩ ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের পবিত্র দিনে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গাজা শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহের তিন ছেলে এবং অন্তত তিন নাতি-নাতনি নিহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, কাতারে অবস্থানরত হানিয়ে আল-জাজিরাকে টেলিফোন সাক্ষাৎকারে জানান, যুদ্ধের মধ্যে তার ছেলেরা গাজায় অবস্থান করছিলেন। হানিয়ের তিন ছেলে হলেন- হাজেম, আমির ও মুহাম্মদ ইসমাইল হানিয়ে।

গাজাভিত্তিক একটি বার্তা সংস্থার প্রকাশিত ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা কয়েকটি মৃতদেহ ঢেকে রাখা হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি হামলায় হানিয়াহের আরেক ছেলে নিহত হয়। গত অক্টোবরে তার ভাই ও ভাতিজা প্রাণ হারায়। পরবর্তীতে নভেম্বরে তার এক নাতিকে হত্যা করা হয়।

শেয়ারনিউজ, ১১ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে