ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কের ৩৬ স্থানে যানজটের শঙ্কা

২০২৪ এপ্রিল ০২ ০৯:২০:৩৬
ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কের ৩৬ স্থানে যানজটের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : এ বছর ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কের ৩৬টি স্থানকে যানজটের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ।

চলমান মহাসড়ক উন্নয়ন কাজ, রাস্তার পাশে বাজার ও অবৈধ যানবাহনের কারণে ভোগান্তিতে পড়তে পারে যাত্রীরা। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগের ঘোষণা দিয়েছে পুলিশ।

ঈদযাত্রায় অন্য মহাসড়কের মতো যানবাহন ও যাত্রীর চাপ বেড়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কেও। বাড়তি চাপে এ মহাসড়কের ২৪টি পয়েন্টকে তীব্র যানজটপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নরসিংদী অংশের মাধবদী বাসস্ট্যান্ড, শেখেরচর, পাঁচদোনা মোড়, ভোলানগর, ইটাখোলা মোড় ও রুপসী এলাকায় রয়েছে তীব্র যানজটের শঙ্কা।

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল, বাসস্ট্যান্ডে অস্থায়ী বাজার এবং ছয় লেন তৈরির কাজের কারণে দুর্ভোগ বাড়তে পারে।

নরসিংদীর ছয়টি ঝুঁকিপূর্ণ পয়েন্টসহ গুরুত্বপূর্ণ অংশে যানজট নিরসনে কাজ করবে একজন সার্জেন্টের নেতৃত্বে গঠিত কুইক রেসপন্স টিম।

নরসিংদী ট্রাফিক বিভাগের পরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, যানজট নিরসনে প্রথম রোজা থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়াও কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। আশা করি, নরসিংদীতে ঈদযাত্রা সুখকর হবে।

যানজটের শঙ্কা রয়েছে হবিগঞ্জের মাধবপুর বাজার সড়ক, অলিপুর ও শায়েস্তাগঞ্জ গোল চত্বরেও।

হবিগঞ্জের ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ উল্লাহ বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল থানা-পুলিশ ছাড়াও রিজার্ভ ফোর্স থেকে পুলিশ নিয়োজিত থাকবে। কোনো যানবাহন রাস্তায় বিকল হয়ে যেন যানজট তৈরি না হয় সেজন্য সার্বক্ষণিক রেকার থাকবে।

এ ছাড়া নারায়ণগঞ্জের যাত্রামুড়া, তারাবো ও বরাবো বাসস্ট্যান্ড এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলগেট, খড়িয়ালা বাসস্ট্যান্ড, বেড়তলা বাসস্ট্যান্ড, কুট্টাপাড়া ও বিশ্বরোড মোড়েও যানজটে পড়তে হবে যাত্রী-চালকদের।

শেয়ারনিউজ, ০২ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে