ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

স্ত্রী-শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে জল্লাদ শাহজাহানের মামলা

২০২৪ এপ্রিল ০১ ০৯:৫০:৩৫
স্ত্রী-শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে জল্লাদ শাহজাহানের মামলা

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর খুনি, যুদ্ধাপরাধীসহ ২৬ জনের ফাঁসি কার্যকর করে আলোচনায় আসা শাহজাহান ভুঁইয়া বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে স্ত্রী-শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। রোববার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম রকিবুল হাসানের আদালতে তিনি মামলা করেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল। তিনি জানান, বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- শাহজাহানের স্ত্রী সাথী আক্তার ফাতেমা, শাশুড়ি শাহিনুর বেগম, শ্বশুরবাড়ি পক্ষের স্বজন দীন ইসলাম, আজিদা বেগম, রাসেল ও বাবলু।

আদালতের আদেশের পর শাহজাহান বলেন, বড় আশা করে সংসার পেতেছিলাম। কিন্তু স্ত্রী ও তার স্বজনেরা যোগসাজশে আমাকে প্রতারণার ফাঁদে ফেলে। বিয়ের দেড় মাস পর আমার কাছ থেকে নেওয়া ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এর কয়েক দিন পর আদালতে গিয়ে স্ত্রী সাথী উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে যৌতুকের মামলা করে। আইনজীবীর পরামর্শে আমার স্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছি।

শেয়ারনিউজ, ০১ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে