ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

নথি-চিঠি ব্যবহারে ডিএসসিসির নতুন নির্দেশনা

২০২৪ মার্চ ৩০ ১০:৫৪:৩৯
নথি-চিঠি ব্যবহারে ডিএসসিসির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) দাপ্তরিক নথি, চিঠি ব্যবহারে নতুন নির্দেশনা প্রদান করেছে। সেক্ষেত্রে দাপ্তরিক সব নথি, চিঠি সম্পূর্ণরূপে বাংলায় লেখার নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে এ বিষয়ে নির্দেশনা পালন করতে বলেন।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামান দপ্তর আদেশে উল্লেখ করেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দাপ্তরিক নথি, চিঠিপত্র সম্পূর্ণরূপে বাংলায় লিখতে হবে। বাংলা ও ইংরেজি ভাষার মিশ্র ব্যবহার করা যাবে না। সর্বক্ষেত্রে যথার্থ পরিভাষা ব্যবহার বাঞ্ছনীয়।

তবে এক্ষেত্রে কোনো ইংরেজি শব্দের বা শব্দগুচ্ছের পরিভাষা পাওয়া না গেলে ইংরেজি শব্দ সরাসরি ইংরেজিতে লিখতে হবে। কোনো ইংরেজি শব্দের উচ্চারণ বাংলায় লেখা যাবে না।

তিনি বলেন, কোন বিদেশি সংস্থা বা সরকারের সঙ্গে যোগাযোগ বা চুক্তি সম্পাদনার ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার করা যাবে। তবে সেক্ষেত্রে ''বিদেশি সংস্থা জড়িত থাকায় ইংরেজিতে লেখা'' মর্মে উল্লেখ করতে হবে।

শেয়ারনিউজ, ৩০ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে