ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ন্যায্য নিয়োগের মাধ্যমে টিআরসিতে ৩৬ নতুন সদস্য

২০২৪ মার্চ ২৪ ১০:৪৩:৪০
ন্যায্য নিয়োগের মাধ্যমে টিআরসিতে ৩৬ নতুন সদস্য

নিজস্ব প্রতিবেদক : কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়া মুন্সীগঞ্জে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে ৩৬ জন চাকরি পেয়েছেন।

শনিবার (২৩ মার্চ) বিকেল ৫টায় পুলিশ লাইন্সের কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্তি্বক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন।

চাকরি প্রাপ্তদের মধ্যে ৪ জন নারী এবং ৩২ জন পুরুষ। মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকরি পেয়ে বিস্মিত তারা। নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার অনুভূতির কথাও জানান অনেকে।

এই ধারাবাহিকতায় ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে সামনে রেখে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় বলে জানান পুলিশ সুপার।

মুন্সীগঞ্জ জেলায় প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ৬৫৭ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। কয়েক ধাপের শারীরিক সক্ষমতা যাচাই শেষে ২৮০ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন।

লিখিত পরীক্ষায় ৮২ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তন্মধ্যে চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করে মুন্সীগঞ্জ জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

পুলিশ সুপার চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।

শেয়ারনিউজ, ২৪ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে