ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিএসএমএমইউ-তে সভা-সমাবেশ নিষিদ্ধ

২০২৪ মার্চ ২৪ ০৬:১২:১৭
বিএসএমএমইউ-তে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সবধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো।

বিশ্ববিদ্যালয়ের চার চিকিৎসককে শারীরিক নির্যাতনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র। নির্যাতনকারীরা বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের অনুসারী বলে জানা গেছে।

বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে মিছিল-মিটিংসহ নানা কারণে বিশ্ববিদ্যালয়ের সামগ্রীক পরিস্থিতির অবনতি ছাড়াও চারজন চিকিৎসককে শারীরিক নির্যাতন করা হয়েছে। এই সবের পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

শেয়ারনিউজ, ২৪ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে