ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

মস্কোতে কনসার্ট হলে হামলা, নিহত ৬০

২০২৪ মার্চ ২৩ ১০:৫৭:২৩
মস্কোতে কনসার্ট হলে হামলা, নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

তদন্ত কমিটির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বর্তমানে নিহতদের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, ছদ্মবেশী ইউনিফর্ম পরিহিত হামলাকারীরা ভবনে প্রবেশ করে গুলি চালায় এবং বোমা নিক্ষেপ করে। রাশিয়ার রাজধানী মস্কোর উত্তরে অবস্থিত ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলার পর আগুন ছড়িয়ে পড়ে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ গণমাধ্যমকে জানান, এ হামলার পর তদন্ত শুরু হয়েছে। হামলা নিয়ে প্রতিনিয়ত সবশেষ তথ্য দেওয়া হচ্ছে পুতিনকে।

মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের নিউজ চ্যানেল বাজা ও ম্যাশে প্রকাশিত দুটি ভিডিওতে দেখা যায়, হামলায় হলটি থেকে ধোঁয়া বের হচ্ছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাশিয়ান রক ব্যান্ড পিকনিকের কনসার্টে একটি ভয়াবহ ট্র্যাজেডি হয়েছে। ওই কনসার্ট হলের সমস্ত পাবলিক ইভেন্ট বাতিল করা হয়েছে।

শেয়ারনিউজ, ২৩ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে