ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

আমেরিকায় যা ঘটছে, তাতে সারা বিশ্ব হাসছে: পুতিন

২০২৪ মার্চ ১৯ ১০:২২:০২
আমেরিকায় যা ঘটছে, তাতে সারা বিশ্ব হাসছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : টানা তিন দিনের নির্বাচন শেষে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। ১৯৯৯ সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন।

প্রায় ৮৮ শতাংশ ভোট পেয়েছেন পুতিন। এতে করে ৭১ বছর বয়সী রাশিয়ার এই নেতার আরও ছয় বছর ক্ষমতায় থাকার ম্যান্ডেট পেলেন।

দেশটির জনমত গবেষণা কেন্দ্র জানিয়েছে, এবারের নির্বাচনে ৭৫ শতাংশ ভোট পড়েছে।

বুথ ফেরত সমীক্ষার বরাতেও পুতিন বিপুল ভোটে বিজয়ী হবেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল। এই বিজয়ের ফলে ২০০ বছরের মধ্যে পুতিন রাশিয়ার সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতা হতে যাচ্ছেন পুতিন।

নির্বাচনে জয়ের পর পুতিন বলেছেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ।

নির্বাচন প্রসঙ্গে পুতিন বলেন- এটি স্বচ্ছ, একেবারেই বস্তুনিষ্ঠ। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের মেইল-ইন ভোটের মতো নয়, সেখানে ১০ ডলার দিয়ে একটি ভোট কেনা যায়। আমেরিকায় যা ঘটছে, তাতে সারা বিশ্ব হাসছে। এটা কেবল একটি বিপর্যয়, গণতন্ত্র নয়। সূত্র: পার্সটুডে

শেয়ারনিউজ, ১৯ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে