ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারবাজার সংশ্লিষ্টদের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

২০২৪ মার্চ ১৮ ১০:১৭:০৬
শেয়ারবাজার সংশ্লিষ্টদের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন শেয়ারবাজারের সংশ্লিষ্টরা।

এছাড়া দোয়া মাহফিল, আলোচনা সভা, বিভিন্ন কর্মসূচিসহ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই সময় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করা হয়েছে।

এদিন বেলা সাড়ে ১২টায় ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই সময় বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান, আব্দুল হালিম, ড. রুমানা ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বেলা ১২টার দিকে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

উপস্থিত ছিলেন পরিচালক মো. আফজাল হোসেন, মো. শহিদুল ইসলাম, রিচার্ড ডি রোজারিও, ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান সিপিএ এবং প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

এদিন শেয়ারবাজার সংশ্লিষ্ট বিনিয়োগ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেকের নেতৃত্বে পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, উপ-পরিচালক মো. সিরাজুল ইসলামসহ ইনস্টিটিউটের কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, দিবসটি উপলক্ষে আইসিবির প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, গুচ্ছ বেলুন উড্ডয়ন ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করা হয়।

এই উপলক্ষে আইসিএসবির সদস্য ও তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে আইসিএসবি এর ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এছাড়া শেয়ারবাজার সংশ্লিষ্ট সংগঠন ডিবিএ ও বিএমবিএ এবং বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালন করে।

উক্ত অনুষ্ঠানে আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারাসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ১৮ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে