ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভাড়া বাসায় লুকানো ছিল ১৬ লাখ জাল টাকা

২০২৪ মার্চ ১৬ ০৯:২৮:৪৩
ভাড়া বাসায় লুকানো ছিল ১৬ লাখ জাল টাকা

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাট শহরে অভিযান পরিচালনা করে ১৬ লাখ জাল টাকাসহ ১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে নগরীর দশানী এলাকায় ভাড়া বাসা থেকে টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেফতার ফয়সাল ইউসুফ (৩০) বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বারোদাঁড়িয়া গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে। উদ্ধার হওয়া জাল টাকার মধ্যে ১৫ লাখ পাঁচশ টাকার নোট এবং এক লাখ ১০০ ও ২০০ টাকার নোট রয়েছে।

জানা যায়, ছয় মাস আগে বাগেরহাট শহরের দশানী এলাকার কামাল নামের এক ব্যক্তির বাড়ির ষষ্ঠতলা ভাড়া নেন ফয়সাল ইউসুফ। এই বাড়িতে জাল টাকার সরঞ্জাম বসিয়ে ফয়সাল জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে এই গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়।

সেখানে তল্লাশি চালিয়ে পাঁচশ, একশ ও দুইশ টাকার জাল নোট নিয়ে মোট ১৬ লাখ টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এ সময় পুলিশ ফয়সাল ইউসুফকে গ্রেপ্তার করেছে।

মনে করা হচ্ছে, ঈদকে সামনে রেখে এই চক্রটি জাল টাকা তৈরি করে বাজারে সরবরাহ করছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানতে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ারনিউজ, ১৬ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে