ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

নিত্যপণ্যের দাম নির্ধারন করে দেওয়া হবে: বানিজ্য প্রতিমন্ত্রী

২০২৪ মার্চ ১০ ১৬:১৯:২২
নিত্যপণ্যের দাম নির্ধারন করে দেওয়া হবে: বানিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটি পূর্ণাঙ্গ তালিকা করে ভবিষ্যতে নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে।

রোববার (১০ মার্চ) সচিবালয়ে কৃষিপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোডিনটর্গ’ এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারন করে দেওয়া হবে।

তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে ভারত থেকে বাংলাদেশে পিয়াজ আসবে। আজ থেকে বাজার মনিটরিং শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, কোনোভাবেই তেলের দাম বেশি নেয়া যাবে না।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র। ভবিষ্যতে দুই দেশের এই বন্ধুত্বটা আরও বাড়বে। এই দুই দেশ বানিজ্য সম্প্রসারনে একে অপরের সাথে কাজ করবে।

এসময় তিনি বলেন, রাশিয়ার সাথে এই চুক্তির ফলে দেশটি থেকে গমসহ অন্যান্য দ্রব্য আমদানি আরও সহজ হবে।

শেয়ারনিউজ, ১০ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে