ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

রমজানে বাড়তে পারে খেজুরসহ ভোগ্যপণ্যের দাম

২০২৪ মার্চ ০৯ ১৪:০১:৫৩
রমজানে বাড়তে পারে খেজুরসহ ভোগ্যপণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক : আর কয়েকদিন পরে শুরু হবে পবিত্র মাহে রমজান। তবে রমজান শুরু হওয়ার আগেই বাজারে দাম বেড়েছে খেজুরের। গত বছরের তুলনায় এবার কেজি প্রতি ১৩০ টাকা থেকে ১৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে খেজুর।

চাহিদা অনুযায়ী রমজানের ভোগ্যপণ্যের আমদানি পর্যাপ্ত বলে দাবি করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।

এনবিআরের তথ্যমতে, চাহিদা অনুযায়ী দেশে রমজানের ভোগ্যপণ্য যেমন– ছোলা, চিনি, খেজুর, ভোজ্য তেল ইত্যাদির আমদানি ও সরবরাহ পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এরপরেও আসন্ন রজমানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন সংশিষ্টরা।

আমদানিকারকদের মতে, রমজানে চাহিদা অনুযায়ী সরবরাহ স্থিতিশীল রাখতে রামজান মাস শুরুর আগেই পণ্য আমদানি করে সাপ্লাই চেইন নিশ্চিত করা হয়।

তবে ডলারের দাম বৃদ্ধি, এলসির উচ্চ মার্জিন, উচ্চ শুল্কায়ন ইত্যাদি কারণে গত বছরের তুলনায় এ বছর পণ্যের দাম বেশি।

যেমন– রমজান শুরুর সপ্তাহখানেক আগেই বাজারে দাম বেড়েছে খেজুরের। গত রমজানে নিম্নমানের খেজুর প্রতিকেজি ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও এখন একই খেজুর বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়।

তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, চাহিদা অনুযায়ী রমজানের ভোগ্যপণ্যের আমদানি পর্যাপ্ত। বিশেষ করে, সর্বশেষ তিন মাসে (ডিসেম্বর-ফেব্রুয়ারি) যে পরিমাণ খেজুর আমদানি হয়েছে, তা দিয়ে রমজানের চাহিদা ভালোভাবেই মেটানো যাবে।

এবার রমাজানকে ঘিরে ভোজ্য তেল বাদে ছোলা এবং চিনির বাজারের অবস্থাও একই। বিশ্ববাজারে দাম কমায় গত রমজানের তুলনায় এবার সয়াবিন তেলের দাম লিটারে প্রায় ২০-২৫ টাকা কমেছে।

শেয়ারনিউজ, ০৯ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে