ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রতি কেজি খেজুর ১৫০ টাকায় মিলবে যেখানে

২০২৪ মার্চ ০৯ ১১:১১:০৫
প্রতি কেজি খেজুর ১৫০ টাকায় মিলবে যেখানে

নিজস্ব প্রতিবেদক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বৃহস্পতিবার (০৭ মার্চ) থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। পণ্য তালিকায় সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও চালের সঙ্গে পবিত্র রমজান উপলক্ষে যুক্ত করা হয়েছে খেজুর। সেখানে ১৫০ টাকা কেজিতে খেজুর পাওয়া যাবে।

জানা গেছে, ফ্যামিলি কার্ড সহ একজন গ্রাহক সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি এবং এক কেজি খেজুর কিনতে পারবেন। সেক্ষেত্রে টিসিবি সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, চিনি ৭০ টাকা কেজি, মসুর ডাল ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা এবং চাল ৩০ টাকায় বিক্রি করবে।

এদিকে ভর্তুকি মূল্যে চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়ানো হলেও পরে তা কমিয়ে আগের দামেই ৭০ টাকা কেজি বিক্রির ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) কলোনি বাজার পলিটেকনিক মাঠে টিসিবি আয়োজিত টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, মিল গেইট থেকে রমজানের আগে এক টাকাও বাড়বে না চিনির মূল্য।

শেয়ারনিউজ, ০৯ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে