ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ

২০২৪ মার্চ ০৯ ১১:০৪:৪৩
বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে শুক্রবার আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। এতে সোনার মূল্য সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। খবর সিএনবিসির

স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২১৬৮ ডলার ২৮ সেন্টে। দিনের শুরুতে যা ছিল প্রায় ২১৭১ ডলার।

একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২১৭৫ ডলার ৫০ সেন্টে। এখন পর্যন্ত ইতিহাসে যা সবচেয়ে বেশি। অর্থাৎ এর আগে স্বর্ণের দর কখনো এতো দেখেননি বিশ্ববাসী।

২০২৩ সালের ডিসেম্বরের শুরুতে বিশ্ববাজারে হু হু করে বাড়ছিল স্বর্ণের মূল্য। গত ৩ ডিসেম্বর লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্সের দর দাঁড়ায় ২১৫২ ডলারে। সর্বকালে যা ছিল সর্বোচ্চ। এবার সেই নজিরও চুরমার হয়ে গেলো।

সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে ৪ দশমিক ১ শতাংশ। সাপ্তাহিক হিসাবে গত মধ্য-অক্টোবরের পর তা সর্বাধিক বৃদ্ধি। দৈনিক হিসাবে অবশ্য তুলনামূলকভাবে কম।

ব্যাংক অব আমেরিকার গুরুত্বপূর্ণ ধাতু গবেষণার প্রধান মাইকেল উইডমার বলেন, স্বর্ণের চাহিদা ব্যাপক ঊর্ধ্বমুখী হয়েছে।

শেয়ারনিউজ, ০৯ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে